চাল চুরি: শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

|

শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও চাল চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ২ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের সহকারী পরিচালক কমলেশ সরকার বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন স্বপন, ৩ নং ওয়ার্ড সদস্য মোফাচ্ছের বেপারী ও ৯ নং ওয়ার্ড সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়।

পুলিশ জানায়, রবিবার কুচাইপট্টি ইউনিয়নের ৬৯২ জেলেকে মৎস ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৫৩ বস্তা চালসহ ইউপি সদস্য মোফাচ্ছেরকে আটক করে পুলিশ। ওই রাতেই চেয়ারম্যানসহ ৩ জনকে আসামি করে গোসাইরহাট থানায় সাধারণ ডায়েরী করেন উপজেলা মৎস কর্মকর্তা মাহাবুবুল হক।

সকাল ১১টায় সাধারণ ডায়েরীর কপি ফরিদপুরে পাঠানো হয়। দুদক ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ সরকার বাদী হয়ে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply