তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইল পার্লামেন্ট নেসেট’র এক আরব সদস্য। সোমবার পার্লামেন্টে করোনা ইস্যুতে এরদোগানের প্রশসংসায় পঞ্চমুখ হন আহমাদ তিবি তুর্কি নামে ওই সদস্য।
করোনায় সৃষ্ট বৈশ্বিক এ সংকটে তুরস্কে আটকে পড়া ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করায় নেসেটের আরব রাজনীতিক জোটের প্রধান আহমাদ তিবি তুর্কি প্রেসিডেন্টের প্রশংসা করেন। আটকে পড়া ফিলিস্তিনি ওই শিক্ষার্থীরা ইস্তাম্বুল থেকে তার্কিস এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতারা এরদোগানের প্রশংসা করায় কঠোর ভাষায় ফিলিস্তিন বংশোদ্ভূত ওই নেসেট সদস্যের সমালোচনা করেন। গত সপ্তাহেও আরেকটি বিশেষ বিমানে করে আটকে পড়া ফিলিস্তিনি ছাত্রদের ফেরত পাঠায় তুরস্ক।
Leave a reply