মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন দল সফলতার সাথে কোভিড-১৯ আক্রান্ত দুই জন গর্ভবতী মহিলার সিজারিয়ান সেকশন সম্পন্ন করেছেন। চিকিৎসক দলের সকলেই ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করা। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো সফলতার সাথে করোনা আক্রান্ত নারীর অস্ত্রোপচারের ঘটনা ঘটলো।

চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন সহকারী অধ্যাপক ডা. খন্দকার রোকসানা মমতাজ সুমনা। তার সাথে ছিলেন আবাসিক সার্জন ডা. আমিতুন নেসা শিখা এবং এনেস্থিসিয়লজিস্ট ডা. মফিজুর রহমান সবুজ। বর্তমানে মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সিরাজী শফিকুল ইসলাম তার ফেসবুক একাউন্টে খবরটি নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, করোনা যুদ্ধের সাহসী যোদ্ধাদের এই অসাধারণ অবদান যেন তেন কোনো গল্প নয়, এই যেন সত্যগাঁথা! এ সাহসী মানুষগুলো আছেন বলেই তো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
Leave a reply