শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সাহসিকতা ও সততার সাথে চোরাচালান ও শুল্ক ফাঁকিবাজদের বিরুদ্ধে চলমান কার্যক্রম জোরদার করার আহবান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরিদর্শন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় তার সামনে শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক সাফল্যের চিত্র তুলে ধরা হয়। এসময় বন্ড সুবিধার অপব্যবহার রোধে আরো কঠোর হবার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, শুল্ক গোয়েন্দারা যে সব সেক্টরে তৎপরতা চালাচ্ছে তার প্রতিটিই চ্যালেঞ্জিং। দপ্তরের সবাইকে লোভ ও ভয়-ভীতির উর্ধ্বে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান।
একই সাথে নিজ পেশার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক নিজ অবস্থানে সন্তুষ্ট থাকার প্রতি আহ্বান করেন এনবিআর চেয়ারম্যান। তিনি শুল্ক গোয়েন্দাকে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করারও পরামর্শ দেন।
Leave a reply