ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে সবচেয়ে দামি ক্লাবের তালিকায় উঠে এসেছে টটেনহ্যাম হটসপার। ম্যানসিটি, ম্যানইউনাইটেড, লিভারপুলের মত জায়ান্টদের টপকে সবচেয়ে বেশি আর্থিক লাভবান ক্লাব হয়েছে লন্ডনের ক্লাবটি।
গেল এক বছরে ইংলিশ লিগের ক্লাব গুলোর আয় ব্যয়ের হিসেবে মিলিয়ে তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের ইনডেপথ ইউনিভার্সিটি। যেখানে উল্লেখ করা হয় নতুন স্টেডিয়ামে স্পনসরের সাথে বড় অঙ্কের চুক্তি, অন্যন্য জায়ান্টদের তুলনায় ফুটবলারদের তুলনা মূলক কম বেতন সেরা বানিয়েছে টটেনহ্যামকে।
স্পার্সদের বাজার মূল্য ২.৬ মিলিয়ন পাউন্ড। ২০১৮ সালে যা ছিলে ১.৮ মিলিয়ন। তালিকার পরের চার ক্লাব, ২.২ মিলিয়নে ম্যানসিটি, ২.১ মিলিয়নে তিন নম্বরে ম্যানইউ, ১.৬ মিলিয়ন লিভারপুল আর ১.৪ মিলয়ন পাউন্ড বাজার মূল্য নিয়ে তালিকার ৫ নম্বরে আর্সেনাল।
Leave a reply