মায়ের মৃত্যু শোক নিয়ে ৪ দিন পর ইরফানও চলে গেলেন

|

মায়ের মৃত্যুর পর ইরফানও চলে গেলেন

দীর্ঘ লড়াইয়ের হার মেনে মায়ের মৃত্যু শোক সাথে নিয়ে চলে গেলেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা ইরফান খান। গত সপ্তাহেই ইন্তেকাল করেন ইরফানের মা সাইদা বেগম। করোনা পরিস্থিতিতে গোটা ভারতজুড়ে লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি এ অভিনেতা। সে শোক তার ছিল।

রাজস্থানের টঙ্ক নবাব পরিবারের বংশধর ছিলেন ইরফানের মা। অনেক দিন থেকেই বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ভারতের জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মায়ের মৃত্যুর ৩ দিন পরই মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ইরফান খান। আজ বুধবার দুপুরে মুম্বাইয়ের এক হাসপাতালে মারাই গেছেন এই শক্তিমান অভিনেতা।

আরও দেখুন: ইরফান খানের সেরা পাঁচ সিনেমা

প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়ে ইরফানের। এরপর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা। এই সিনেমাটি নিয়ে বেশ আবেগআপ্লুত ছিলেন ইরফান। শারীরিক অসুস্থতার কারণে এর প্রচারণা অংশ নিতে পারেননি তিনি।

মুক্তি পেলেও করোনার কবলে কয়েক দিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply