দেশের ৬৩ জেলায় করোনা রোগী শনাক্ত, সবচেয়ে বেশি ঢাকায়

|

বাংলাদেশে 'ভিআইপিদের' করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল

আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ মোট ৬২ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৮৬৩ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩২০। এছাড়া কিশোরগঞ্জে ১৯৭ ও নরসিংদীতে ১৪২। বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৭০ জন। কুমিল্লায় ৮১ ও ব্রাহ্মণবাড়িয়াতে ৩৭ জন।

এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ২৭০। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২৩৭; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১২৫ ও জামালপুরে ৫৮ জন। যশোর জেলাতে আক্রান্ত ৬২ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৩৬। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ১১৩। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ২৮ জন রংপুরে। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১১২, এরমধ্যে বরিশালেই ৪০ ও বরগুনাতে ৩০ জন। সিলেট বিভাগে আক্রান্ত ১০৮, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৫২ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১০১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply