লেবাননের ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে জার্মানি। দেশটি সংগঠনটিকে নিষিদ্ধও করেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে এর আগে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আরব রাষ্ট্রগুলো, ইসরায়েল, কানাডা, বৃটেন ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।
এ ঘোষণার পর জার্মানিতে বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ। মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থে বিভিন্ন যুদ্ধ ও হামলায় জড়িত ছিল সংগঠনটি।
জার্মানির নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, দেশটিতে প্রায় ১০৫০ জন হিজবুল্লাহর সঙ্গে জড়িত রয়েছেন। তাদের সবাইকেই গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
Leave a reply