এক বোঁটায় ২৬ লাউ

|

রাজশাহীর বাঘায় দুই গ্রামের একটিতে লাউয়ের মাচায় দোল খাচ্ছে এক বোঁটায় ২৬টি লাউ। আলোচিত সেই লাউ গাছের এক বোঁটায় এত লাউ ধরার চাঞ্চল্যকর খবর পেয়ে গ্রামে প্রতিদিনই ভিড় বাড়ছে উৎসুক জনতার।

জানা গেছে, উপজেলার বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর বাড়ির পাশে লাগানো একটি লাউ গাছে এক বোঁটায় ছোট ২৬টি লাউ ধরেছে।

বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুসন্ধানের উদ্যোগ নিয়ে ইতিমধ্যে সেই দুই গ্রামের লাউগাছটি পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

বাউসা মাঠপাড়া গ্রামের সাকবর আলীর বলেন, গত বছর স্থানীয় বাজার থেকে হাইব্রিড লাউয়ের বীজ এনে রোপণ করি। সেই গাছের লাউ থেকে বীজ সংগ্রহ করে আমার ছেলে সাগর আলীর স্ত্রী নীলা খাতুন গাছ রোপণ করে। সেই গাছে এক বোঁটায় ২৬টি লাউ ধরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, দুই পাতার দূরত্ব কমে যাওয়ায় হরমোনিক কারণে অল্প জায়গায় এমন গুচ্ছ লাউ ধরে থাকতে পারে। গাছটিতে নারী ফুলের সংখ্যা বেশি থাকার কারণ হতে পারে। তারা ওই বীজ থেকে গাছ রোপণ করে গবেষণা পরিচালনা করবেন। পরবর্তীকালে এমনটা হয় কিনা দেখার জন্য এর বীজ সংরক্ষণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply