দেশের ৬৩ জেলায় করোনা রোগী শনাক্ত

|

দেশের একজন সংসদ সদস্য করোনা আক্রান্ত

আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ মোট ৬২ জেলায় রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৯২৩ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩২২।

বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৭৪ জন। কুমিল্লায় ৯৩ ও ব্রাহ্মণবাড়িয়াতে ৪০ জন। এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ২৯৬।

এছাড়া কিশোরগঞ্জে ২০০ ও নরসিংদীতে ১৪৫। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২৫৮; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১৪৩ ও জামালপুরে ৬১ জন। যশোর জেলাতে আক্রান্ত ৬৩ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৪২।

রংপুরে বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৯। বিভাগটিতে সবচেয়ে বেশি ৩১ জন আক্রান্ত রংপুর জেলাতেই । দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১১৯, এরমধ্যে বরিশালেই ৪০ ও বরগুনাতে ৩০ জন।

সিলেট বিভাগে আক্রান্ত ১১১, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৫৩ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১০১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply