করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

|

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট চারজন পুলিশ সদস্যের করোনাভাইরাসে মৃত্যু হয়।

জানা যায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসবি শাখার এসআই’র নাজির উদ্দীনের মৃত্যু হয়েছে। তার বয়স ছিলো ৫৫ বছর।

নাজির উদ্দীনের করোনা পজিটিভ ধরা পড়ে গত ২৫ এপ্রিল। এসআই নাজিমের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।

এরআগে গতকাল দুই পুলিশ সদস্যের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। দু’জনের একজন হলেন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। আরেকজন ঢাকা মহানগর ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান জসীম উদ্দিন (৪০) নামে পুলিশের এক কনস্টেবল। তিনি রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply