ছেলেমেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। স্পিকার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার কোভিড-১৯ টেস্টের পজেটিভ আসার পর থেকেই স্পিকার আসাদ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার টুইট করে বলেন, করোনা টেস্ট আমার পজেটিভ এসেছে আমি বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি।ৱ
গত সোমবার তিনি ইফতার ও ডিনারের আয়োজন করেন। এরপরই তার করোনা টেস্টে পজেটিভ আসে।
এর আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপালও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধ প্রদেশ।
Leave a reply