গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ জন, মোট সুস্থ ১৭৪

|

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য আধিদফতর। সর্বশেষ তথ্যমতে এ নিয়ে দেশে মোট ১৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এরআগে গতকাল দেশে মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ১৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৯৮ টি এবং পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৭৩ টি।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দেশে ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৫ জনের মৃত্যু হয়। তার আগের দিন শনাক্ত হয় ৬৪১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply