আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ মোট ৬৩ জেলায় রোগী শনাক্ত হয়েছে। ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৯৬৬ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩২২।
এছাড়া কিশোরগঞ্জে ২০১ ও নরসিংদীতে ১৫১। বন্দর নগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। কুমিল্লায় ৯৯ ও ব্রাহ্মণবাড়িয়াতে ৪৩ জন।
এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩৩৪। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২৬৯; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১৪৫ ও জামালপুরে ৬৬ জন।
যশোর জেলাতে আক্রান্ত ৬৩ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৪৭। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ১৩১। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ৩৮ জন রংপুরে।
দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১২৩, এরমধ্যে বরিশালেই ৪০ ও বরগুনাতে ৩৩ জন। সিলেট বিভাগে আক্রান্ত ১১৪, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৫৫ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১১১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
Leave a reply