বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ হারালো ২ লাখ ৩৯ হাজার ৫৯২ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮৩০ জন। নতুনভাবে সংক্রমিত ৯৪ হাজারের বেশি। একদিনে মারা গেলেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রে ৬৫ হাজার ৭০০ এর বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুনভাবে সংক্রমিত ৩৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত ১১ লাখ ৩১ হাজারের বেশি। একদিনে প্রাণহানি প্রায় ১৯শ’।
করোনাভাইরাসে ব্রিটেনে প্রাণহানির সংখ্যা এখন সাড়ে ২৭ হাজারের ওপর। একদিনেই মারা গেছেন ৭৩৯ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজারের বেশি। নতুনভাবে সংক্রমিত ছয় হাজারের বেশি।
স্পেনে প্রাণহানি প্রায় ২৫ হাজারের কাছাকাছি। আক্রান্ত দু’লাখ ৪৩ হাজার ছুঁইছুই। নতুন সংক্রমিত সাড়ে ৩ হাজারের বেশি। একদিনে ২৮১ জনের প্রাণহানি।
ইতালিতে একদিনে মারা গেলেন ২৬৯ জন। মোট প্রাণহানি ২৮ হাজারের বেশি। আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৪শ’য়ের বেশি। নতুনভাবে শনাক্ত প্রায় দু’হাজার।
ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় ২৪ হাজার ৬’শ। একদিনে মারা গেছেন ২১৮ জন। এদিকে নতুনভাবে সংক্রমিত হয়েছে ৭শ’ ৫৮ জন। মোট আক্রান্ত ১ লাখ ৬৭ হাজারের বেশি।
গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Leave a reply