ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে ৪ বিচারপতির সংবাদ সম্মেলন

|

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি। উচ্চ আদালতের বিচারপতিদের মধ্যে এরকম ঘটনা ভারতের ইতিহাসে প্রথম।

আজ শুক্রবার সংবাদ সম্মেলন এমন সময় করা হলো যখন সরাসরি আইনজীবি থেকে সু্প্রিম কোর্টের বিচারপতি হিসেবে ইন্দু মলহোত্রকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। খবর ইন্ডিয়া টুডে’র।

সকালে রাজধানীর দিল্লিতে এই্ সংবাদ সম্মেলনে ছিলেন সিনিয়র বিচারপতি  জে চেলামাশ্বের, বিচারপতি কুরিয়ান জোসেপ, বিচারপতি রঞ্জন গোগই ও বিচারপতি মদন লোকর। সংবাদ সম্মেলনে বিচারপতিদের অভিযোগ, তাদের মতামতের মূল্যায়ন করছেন না প্রধান বিচারপতি।

বিচারপতি জে চেলামাশ্বের বলেন, আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন ডেকেছি। গত কয়েক মাস ধরে সুপ্রিমকোর্টের প্রশাসন বিশৃঙ্খলভাবে চলছে যা কাম্য নয়। আর এভাবে চললে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিতে পারিনা জাতি ও প্রতিষ্ঠানের কাছে আমাদের দায়বদ্ধতা আছে।

প্রধান বিচারপতিকে অভিশংসন করার প্রয়োজন আছে কিনা এরকম প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply