বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার

|

করোনায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ৪৫ হাজারের কাছাকাছি

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ৪৫ হাজারের কাছাকাছি। মোট আক্রান্ত প্রায় ৩৫ লাখ মানুষ। ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমিত ৮১ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে শনিবারও সর্বাধিক মৃত্যু হয়েছে। মারা গেছেন ১৬শ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু প্রায় সাড়ে ৬৭ হাজার। আক্রান্ত ১১ লাখ ৬০ হাজার। এদিনও দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাজ্য-ইতালিতে। নতুন করে ১১শ’ মানুষের মৃত্যু হয়েছে দেশ দু’টিতে।

যুক্তরাষ্ট্রের পর এ দু’টি দেশে মৃতের সংখ্যা এখন ৩০ হাজারের কাছাকাছি। স্পেন-ফ্রান্স-জার্মানি-বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশে প্রাণহানির নিম্নমুখী প্রবণতা অব্যাহত। ছোঁয়াচে কোভিড নাইনটিনের নতুন হটস্পট ব্রাজিলে নতুন করে মারা গেছেন সাড়ে ৩শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু ছয় হাজার ৮শ’। আক্রান্ত সাড়ে ৯৬ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply