ভারতের মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত টানা পাঁচ দিন সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরেও ঘরে ঠাঁই হলো না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বান্টির।
আনন্দবাজার পত্রিকা জানায়, কারণ হিসেবে মেসে খাবার না থাকা ও সহকর্মীদের সব বাড়ি ফিরে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাতে আর ফাঁকা ঘরে থাকার সাহস করেননি ভারতের পশ্চিম বর্ধমানের বার্নপুরের বান্টি বাউড়ি।
পুলিশ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবক সুস্থ রয়েছেন। কিন্তু করোনা সতর্কতায় ছেলের থাকার জন্য বাড়ির বাইরে তাঁবু টাঙিয়ে দিয়েছেন বাবা অভিমন্যু বাবু। তবে পরিবারের সুরক্ষার জন্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে করোনা সতর্কতায় প্রশাসনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে জানান বান্টির বাবা অভিমন্যু বাবু।
Leave a reply