ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ৪৭ বন্দি নিহত

|

করোনাভাইরাস ইস্যুতে বিধিনিষেধ জারি করা নিয়ে দাঙ্গায়, ভেনেজুয়েলার এক কারাগারে প্রাণ গেছে কমপক্ষে ৪৭ বন্দির। আহত হয়েছে কারাপরিচালকসহ আরও ৭৫ জন। শনিবার হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে ভেনেজুয়েলান সরকার।

পশ্চিমাঞ্চলীয় পোর্তুগিজা প্রদেশের লোস লানোজ কারাগারে এ দাঙ্গা হয় শুক্রবার।

জানা গেছে, মহামারি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ স্থগিত করায় ক্ষোভ থেকে দাঙ্গার শুরু। কয়েদিদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা জানিয়েছে, ধারণক্ষমতায় অতিরিক্ত কয়েদি থাকায় ঠিকমতো পানি আর খাবারও মিলছিল না। যদিও, ভেনেজুয়েলার কারা প্রশাসনের দাবি, কয়েদিদের পালানোর চেষ্টা থেকে এ দাঙ্গার সূত্রপাত। করোনা মহামারির কারণে দুর্ভোগ বাড়ায় সম্প্রতি পেরু, কলম্বিয়াসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের বিভিন্ন কারাগারে দাঙ্গা হয়েছে। শুক্রবারই ব্রাজিলে, একটি জেলে কয়েক ঘণ্টা কয়েদিদের জিম্মি ছিলেন নিরাপত্তারক্ষীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply