বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা এখন দুই লাখ ৪৮ হাজার ১৪৬ জন। মোট আক্রান্ত ৩৫ লাখ ৬৩ হাজার ৬৮৯ জন। ২৪ ঘণ্টায় এই মহামারিতে ৩ হাজার ৪৩৮ জন মারা গেছেন। যা, গেলো ২৬ এপ্রিলের পর সর্বনিম্ন। এদিকে নতুনভাবে ৮১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি।
এরমাঝে, যুক্তরাষ্ট্রেই একদিনে প্রাণ হারিয়েছেন ১১শ’র বেশি মানুষ। নতুন আক্রান্ত সাড়ে ২৬ হাজার। ইউরোপের দেশগুলোও ২৪ ঘণ্টার হিসাবে সর্বনিম্ন প্রাণহানি দেখলো। এছাড়া ব্রিটেন ছাড়া প্রত্যেক দেশেই ৫০ থেকে ২০০’র মধ্যে ছিলো মৃতের সংখ্যা।
এদিকে, করোনার নতুন হটস্পট এখন ব্রাজিল। বিশ্বের ৯ নম্বর দেশ হিসেবে লাখ ছাড়িয়েছে সংক্রমণ।
এ পরিস্থিতিতে, ডব্লিওএইচও আবারও বললো- পরীক্ষাগারে নয় বরং প্রকৃতি থেকেই কোভিড-১৯ উৎপত্তি। বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন সাড়ে এগারো লাখের বেশি করোনা রোগী।
Leave a reply