করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বন্ধ প্রায় সব দেশের সেলুন। তাই চুল কাটানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সবাইকে। হাসপাতাল কর্মীদের এই ঝামেলা থেকে মুক্তি দিতে তাদের চুলকাটার দায়িত্ব নিয়েছেন থাইল্যান্ডের এক দল হেয়ারড্রেসার। বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে বিনামূল্যে দিচ্ছেন এই সেবা। মূলত, মহামারিতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ।
মহামারির এই সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ফ্রন্ট লাইনের যোদ্ধাদের পাশে দাড়িয়েছেন ব্যাংককের একদল হেয়ারড্রেসার বা নাপিত। বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসাকর্মীদের বিনামূল্যে চুল কেটে দিচ্ছেন তারা।
চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের সেবা দেয়ায় আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি চিকিৎসাকর্মীদেরই, সাথে বেড়েছে সামাজিক প্রতিবন্ধকতাও। সেই জায়গা থেকে হেয়ারড্রেসারদের এমন উদ্যোগ, সত্যিই অনন্য দৃষ্টান্ত।
স্বেচ্ছাসেবীরা বলছেন, মার্চ থেকে চলছে তাদের সেবা কার্যক্রম। গড়ে প্রতিদিন ৫০ স্বাস্থ্যকর্মীর চুল কাটা হচ্ছে। এছাড়া আরও বলেন, সব চিকিৎসাকর্মীদের চুল কাটতে আমরা সব সময় প্রস্তুত আছি।
Leave a reply