Site icon Jamuna Television

ভৈরবে মেডিকেল সহকারী দম্পতির সন্তানও করোনায় আক্রান্ত

ভৈরবে মেডিকেল সহকারী এক দম্পতির করোনা আক্রন্ত হওয়ার পরে তাদের ১৫ মাসের সন্তান করোনায় আক্রান্ত হয়েছে। তারা দুজনই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরী করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার পর্যন্ত ৮ জন ডাক্তারসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়। গত ১৭ এপ্রিল শিশুটির বাবার প্রথমে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। তিনদিন পর শিশুটির মায়েরও করোনা পজেটিভ আসে। পরে শিশুটিকে মা-বাবার কাছ থেকে আলাদা করে নানার বাসায় পাঠিয়ে দেয়া হয়।

শিশুটির অসুস্থতায় তার করোনা পরীক্ষা করলে রোববার রাতে আক্রান্তের খবর পায় মা-বাবা। এখন একই পরিবারে তিনজন করোনায় আক্রান্ত। স্বাস্থ্যকর্মীর বাবা সংক্রমিত হওয়ার কারণেই মা ও শিশুটি আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির মা-বাবাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে ভৈরব ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ জানান, ভৈরবে এই প্রথম একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তিনি বলেন শিশুর মা-বাবা চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় এখন একবার নেগেটিভ এসেছে। তারা সুস্থ হওয়ার পথে রয়েছে। শিশুটিকেও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে তার পরিবার সম্মত হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version