করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঠে ফুটবলারদের জন্য কঠোর আইন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নির্দেশনা, মাঠে থুতু ফেললেই দেখতে হতে পারে হলুদ কার্ড।
এর আগে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’ বলে থুতু কিংবা ঘাম লাগিয়ে বল শাইন করা নিষিদ্ধ করে। একই পথে হাঁটার পরিকল্পনা আইসিসির।
এবার ফিফাও ফুটবলারদের থুতু কিংবা মুখের পানি ফেলা নিয়ে সুনির্দিষ্ট আইন করতে যাচ্ছে। কোনো ফুটবলার মাঠে থুতু ফেললে কিংবা পানি খেতে গিয়ে তা বাতাসে ছুঁড়ে মারলে সাথে সাথেই দেখানো হতে পারে হলুদ কার্ড। আর এ প্রস্তাব দিয়েছে ফিফার মেডিকেল কমিটি।
Leave a reply