শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। নমুনা সংগ্রহ করে পাঠানো হবে আইসিডিডিআরবিতে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, সোমবার আইসিডিডিআরবি থেকে পাওয়া ফলাফলে গোসাইরহাট উপজেলার এক নারী করোনা আক্রান্ত হয়েছেন। ওই নারী গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ সেবিকার বাসায় গৃহ পরিচালিকার কাজ করতেন। তার দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পাঠানো হয়। আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত ফলাফলে পজেটিভ আসার পর ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কাজ চলে। আক্রান্ত নারীর সংস্পর্শে আসা এমন ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহের কাজ চলছে।
শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ জানান, ভর্তি রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা চলবে। নমুনার ফলাফল না আসা পর্যন্ত হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ফলাফল আসার পর হাসপাতালের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a reply