বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো। ২৪ ঘণ্টায় আরও চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আক্রান্ত সাড়ে ৩৬ লাখ মানুষ। সোমবার, নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ৭৮ হাজার।
কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় এদিনও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। কিছুটা কমে দৈনিক প্রাণহানি এখন ১৩শ’। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১২ লাখের বেশি। মহামারির আরেক কেন্দ্রস্থল ইউরোপে এখন অনেকটা নিম্নমুখী মৃত্যু-সংক্রমণ। প্রায় এক হাজার প্রাণ গেছে ইতালি-স্পেন-যুক্তরাজ্য আর ফ্রান্সে। সবমিলিয়ে দেশ চারটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ আট হাজার।
কোভিড নাইনটিনের নতুন হটস্পট ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩শ’র বেশি মানুষ। দেশটিতে, মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৩শ’ জনের; আক্রান্ত এক লাখ সাত হাজারের বেশি।
Leave a reply