করোনায় লকডাউনের কারণে দীর্ঘদিন পর সোমবার মদের দোকান সীমিত আকারে খুলে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরপর দেখা যায় শারীরিক দূরত্ব না মেনেই মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। খবর আনন্দ বাজার।
এদিকে মদ কেনার জন্য কেউ রোববার রাত থেকেই দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে। কেউ ইট পেতে লাইনে দাঁড়ান। জলপাইগুড়িতে দেখা গেছে অনেকে বৃষ্টিতে ভিজেও লাইন ছাড়েননি।
সোমবার বেলা ৩ টার দিকে মদের দোকান খুললে, লাইন হয় প্রায় এক কিলোমিটার দীর্ঘ। লাইনে পাঁচ জনের বেশি দাঁড়ানো যাবে না, এ কথা মানে নি কেউ। তবে মাস্ক ছাড়া মদ দেওয়া হবে না, এই শর্ত থাকায় লাইনে মাস্ক পরেছিলেন প্রায় সকলেই।
ভিড় এবং ধাক্কাধাক্কি থামাতে পুলিশ মোতায়েন করতে হয় কোথাও কোথাও । গোলমাল পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়।
গত ২৩ মার্চ শেষ বার মদের দোকান খুলেছিল। সে দিন মদ কিনতে দোকানগুলিতে মানুষের উপচে পড়া ভিড় ছিলো।
Leave a reply