বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়ালো

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ হারালো ২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ৩৭ লাখ ২৮ হাজার ছুঁইছুঁই। নতুনভাবে সংক্রমিত ৮১ হাজারের অধিক। একদিনে মারা গেলেন ৫ হাজার ৭৮৭ জন।

এদিকে একক দেশ হিসাবে করোনাভাইরাসে ৭০ হাজার ছাড়ালো যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা। নতুনভাবে সংক্রমিত ২৫ হাজারের মতো। মোট আক্রান্ত ১২ লাখ ৩৮ হাজারের কাছাকাছি। একদিনে প্রাণহানি সাড়ে ২৩শ’।

করোনাভাইরাসের নতুন হটস্পট- ব্রাজিল। দেশটিতে একদিনে মারা গেলেন ৬শ’র মতো মানুষ। নতুনভাবে সংক্রমিত ৬ হাজারের বেশি। মোট প্রাণহানি ৮ হাজার ছুঁইছুঁই। সবমিলিয়ে আক্রান্ত এক লাখ ১৪ হাজারের বেশি।

করোনাভাইরাসে ব্রিটেনে প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ছাড়ালো। একদিনে মারা গেলেন ৭শ’র মতো। আক্রান্ত প্রায় দু’লাখ। নতুনভাবে সংক্রমিত চার হাজারের ওপর।

ইতালিতে একদিনে মারা গেলেন ২৩৬ জন। মোট প্রাণহানি ২৯ হাজার ছাড়ালো। আক্রান্ত ২’লাখ ১৩ হাজারের বেশি। নতুনভাবে শনাক্ত এক হাজার ৭৫ জন।

স্পেনে ২৫ হাজার ছাড়ালো প্রাণহানি। আক্রান্ত আড়াই লাখের বেশি। নতুন সংক্রমিত ২৩শ’র মতো। একদিনে ১৮৫ জনের মৃত্যু হলো।

ফ্রান্সেও মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো। একদিনে মারা গেছেন ৩৩০ জন। নতুনভাবে সংক্রমিত হাজারের বেশি। মোট আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ছাড়ালো।

হঠাৎ-ই রাশিয়ায় বেড়েছে করোনাভাইরাসের বিস্তার। দেশটিতে একদিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। মারা গেছেন ৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৫ হাজার ছাড়ালো। প্রাণহানি ১৪শ’র বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply