করোনার প্রভাবে প্রায় ৩৮০ মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট, দাবি করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন। যার প্রভাব ক্যালেন্ডারে প্রায় ৮০০ দিন থাকতে পারে বলে জানিয়েছেন ইসিবি প্রধান নির্বাহী।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির বিরূপ প্রভাব নিয়ে মঙ্গলবার এসব তথ্য দেন হ্যারিসন। আগামী জুলাই পর্যন্ত স্থগিত সারা বিশ্বের ক্রিকেট। বন্ধ হয়েছে সব দ্বিপাক্ষিক সিরিজ। ১০০ বলের নতুন টুর্নামেন্টের দ্যা হান্ড্রেডের প্রথম আসর স্থগিত করেছে ইসিবি।
দ্যা হানড্রেডকে কেন্দ্র করে এরই মধ্য ১১ মিলিয়ন ইউরোর টিকিট বিক্রি করেছে ইংল্যান্ড। ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা তৈরি করছে ইংল্যান্ড। বেশি বেশি ম্যাচ আয়োজন করে এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে তাদের।
Leave a reply