করোনার ভয়াবহতার মধ্যেও রাজধানীতে বেড়েই চলেছে লোকসমাগম, পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এর মাঝে জনসাধারণের মধ্যে নেই কোনো ধরনের শারীরিক দূরত্ব মেনে চলার প্রবণতা।
ঢাকায় যান প্রবেশের হার আগের থেকে বৃদ্ধি পেয়েছে। রাস্তায় গণপরিবহণ না থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাক, রিক্সা ও সিএনজি’র সংখ্যা প্রচুর। ঢাকার প্রবেশমুখগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। যৌক্তিক কারণ দেখিয়ে অনেকেই শহরে প্রবেশ করছেন। তবে যারা কারণ দেখাতে পারছেন না তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, শহরের ভেতরের চেকপোস্টগুলোতে রয়েছে ঢিলেঢালা ভাব। এরমধ্যেও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ও গ্লাভস ব্যবহার নিশ্চিতে তাগিদ দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a reply