বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর; টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি গুরুত্বহীন হয়ে পড়তো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। তাছাড়া, বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে। দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
কাদের বলেন ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স ছাড়া করোনা মোকাবেলায় পৃথিবীর কোথাও রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সাম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি।
Leave a reply