শৈত্য প্রবাহ অব্যাহত, তবে তাপমাত্রা বাড়ছে

|

এখনও মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আবাহওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া এবং যশোরে ৭ ডিগ্রি সেলসিয়াস। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা গত কয়েক দিনের চেয়ে কিছু বেড়েছে।

এছাড়া রংপুর ও নওগাঁর বদলগাছিতে ৭.৩, রাজশাহীতে ৭.৯, দিনাজপুরে ৮ এবং বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য জায়গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

তীব্র শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। সাথে ঘন কুয়াশাও ভোগাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকাল হতেই আবারও বাড়ছে শীতের তীব্রতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply