Site icon Jamuna Television

করোনা: মৃতের সংখ্যায় শতক ছুয়েছে রাজধানী

রাজধানীতে করোনায় মৃতের সংখ্যা শতক ছুয়েছে। গতকাল বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুবরণ করেন মোট ১৮৬ জন।

করোনায় মৃতদের মধ্যে ১০০ জনই রাজধানী ঢাকার আর ৫৬ জন ঢাকা বিভাগের অন্যান্য জেলার। বাকি ৩০ জন দেশের অন্যান্য জেলার।

মৃতের শতকরা হিসেবে রাজধানীতে মৃতের হার প্রায় ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা।

পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগের সর্বোচ্চ ৮ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

রাজধানী ঢাকায় ৫ হাজার ৬৭৪ জন (৫৮.৬৫%) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২ হাজার ৩৬১ জন (২৪.৪০%) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত সর্বমোট মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকার। ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩ জন, কিশোরগঞ্জে ১, মাদারীপুর ২, নারায়ণগঞ্জ ৪১, মুন্সিগঞ্জ ৪, নরসিংদী ১, টাঙ্গাইল ৩ ও শরীয়তপুর ১ জন মারা গেছেন।

দেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় ২, কুমিল্লা ৪, ব্রাহ্মণবারিয়া ২, লক্ষ্মীপুর ১, নোয়াখালী ১ জন। সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার ৩ জন। রংপুর বিভাগে ১, দিনাজপুর ১, মেহেরপুর ১, ময়মনসিংহ ৩, জামালপুর ৩, বরগুনা ১, পটুয়াখালী ১, জয়পুরহাট ১, পাবনা ১ ও রাজশাহীতে ২ জনের মৃত্যু হয়।

Exit mobile version