Site icon Jamuna Television

করোনা থেকে সুস্থ হলেন দিবালা

লম্বা সময় করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর অবশেষে সুস্থ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। নিশ্চিত করেছে তার ক্লাব য়্যুভেন্টাস।

ইতালির চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায় দুই দফা করোনা টেস্টে নেগেটিভ এসেছে দিবালার। অর্থাৎ পুরোপুরি সুস্থ হয়ে এখন অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তুলে নেয়া হয়েছে তার হোম আইসোলেশনও। ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন। জটিল কোন উপসর্গ না থাকলেও ৬ সপ্তাহ ধরে রিপোর্টে একাধিকবার পজেটিভ এসেছিলো। ই

তিমধ্যেই ব্যক্তিদ্দোগে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে ফুটবলারদের। আর ১৮ মে থেকে য়্যুভেন্টাসসহ ইতালির সব ক্লাব শুরু করতে পারবে দলীয় অনুশীলন।

Exit mobile version