Site icon Jamuna Television

মহাকাশে শুটিং করবেন টম ক্রুজ!

হলিউডে ভয়ানক ও দুঃসাহসী স্ট্যান্ট করার জন্য বিখ্যাত টম ক্রুজ। এবার মহাকাশে শুটিং করতে চলছেন দুঃসাহসী এই অভিনেতা। আর এর জন্য চুক্তিবন্ধ হয়েছেন এলোন মাস্কের সাথে। খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।

জানা গিয়েছে, টম ক্রুজ এবং মাস্কের বিমান সংস্থা স্পেস এক্সের প্রতিনিধিরা এনিয়ে ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে কথাবার্তাও বলেছেন।

একটি অ্যাকশনধর্মী ছবির জন্য মহাকাশে রিয়েল লোকেশনে শুট করতে চান তাঁরা। তবে এর নাম এখনও ঠিক হয়নি। একইভাবে হলিউডের কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে এনিয়ে কথাও হয়নি ক্রুজ বা মাস্কের। ফলে ছবির শুটিং কতটা মহাকাশে হবে, আদৌ ছবির বাজেট তা বহন করতে পারবে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ।

‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির দুর্দান্ত স্টান্টগুলি করার জন্য মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে ‘রুগ নেশন’-এ তিনি বিমান থেকে স্টান্ট করেছিলেন। ২০১৮ সালে ‘ফলআউট’-এর সময় আহত হয়েছিলেন তিনি।

Exit mobile version