গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় দেইয়্যু ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা ।
শ্রমিকদের অভিযোগ, ১৬ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার পর ৬ মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিককে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ বাকীদের নিতে না পারলেও চার শতাধিক শ্রমিককে মোবাইলে ফোন দিয়ে জানানো হয় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। ফোন উপেক্ষা করে আজ সকালে যথারীতি কারখানায় সামনে শ্রমিকরা জ্বর হলে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানায় ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি । এই ঘটনার পর শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে ।
পরে শ্রমিক নেতারা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে । শিল্প-পুলিশ গাজীপুর-২ এর ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, এই মুহূর্তে কারখানার শ্রমিক ছাঁটাই করা চলবে না বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করছেন কারখানা কর্তৃপক্ষ।
Leave a reply