আজও করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন

|

করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজও দীর্ঘ লাইন দেখা গেছে। কয়েকশ’ মানুষ নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করলেও, নেই নিরাপদ দূরত্ব রক্ষার বালাই।

নমুনা পরীক্ষার আসা ব্যক্তিদের লাইন বিএসএসএমইউ’র সামনে থেকে শাহবাগের মোড় পর্যন্ত দেখা যায়।

ভোর থেকেই করোনা পরীক্ষা করাতে নানা এলাকা থেকে মানুষ এসে জড়ো হন মেডিকেল এলাকায়। কিন্তু করোনা ঝুঁকি নিয়ে এত মানুষের নিয়ন্ত্রণে নেই কোনো ব্যবস্থা। সুস্থ অনেকেই পরীক্ষা করাতে এসেই করোনায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। দূরত্ব রক্ষা না হওয়ায় করোনা আছে এমন ব্যক্তি ছড়াচ্ছেন ভাইরাস। প্রায় সড়কের ওপর চলে যাও মানুষের সারিতে সেবা প্রত্যাশীরা নিজেরাই শঙ্কিত। পরীক্ষার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এদিকে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও, রাজধানীতে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। অনেকটা পুরনো চেহারাতেই ফিরছে রাস্তাঘাট।

শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ির চলাচল বেড়েছে। পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি, ব্যক্তিগত গাড়ির উপস্থিতি অনেক বেশি। কিছু এলাকায় রীতিমতো যানজট লেগে যায়। বাইরে বের হওয়া মানুষের মধ্যে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে উদাসীনতাও চোখে পড়ার মতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply