হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ভূয়া টিপসই দিয়ে চাল আত্মসাতের লিখিত অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে প্রশাসন। ইউএনও জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে ছাড় নেই কারও। জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ২শ’ জনের তালিকা করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
স্থানীয় ডিলার জননী ভান্ডার থেকে ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য এসব কার্ড ইস্যু হয় মার্চের শুরুতে। নিয়ম অনুযায়ী মার্চ থেকেই চাল বিক্রির কথা থাকলেও সুবিধাভোগীদের অভিযোগ, তাদের ১ মাসের চাল দেয়া হয় এপ্রিলের শেষে। আর কার্ডে আগে থেকেই ছিল টিপসই।
Leave a reply