এফডিসিতে কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, বন্ধু-বান্ধব, শিল্পী কলা-কুশলী ও সর্ব স্তরের জনসাধারণ।
১১টার কিছু পরে নায়করাজের মরদেহ নেয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি প্রাঙ্গণে। শেষবারের মতো তাঁকে দেখতে সেখানে জড়ো হন তাঁর সহকর্মীরা। এসময় নায়করাজের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পরেন অনেকেই। অশ্রুসজল চোখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নায়করাজের প্রতি। আগামীকাল সকাল ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে নায়করাজ রাজ্জাকের মরদেহ।
গতকাল রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণে নেমেছে শোকের ছায়া। বেশ কয়েক বছর ধরে রাজ্জাক উচ্চ রক্তচাপ, নিউমোনিয়াসহ নানান শারীরিক জটিল রোগে ভুগছিলেন। গতকাল বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালে আসার পর তার শরীরে কোন স্পন্দন পাননি চিকিৎসকরা। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply