মিস বাংলাদেশ জেসিয়াকে মৃত ঘোষণা করলো ফেসবুক!

|

মিস বাংলাদেশ জেসিয়া ইসলামকে মৃত ঘোষণা করে তার আইডিতে রিমেম্বারিং শব্দ জুড়ে দিয়েছে ফেসবুক। আজ সকাল থেকেই তার আইডিতে রিমেম্বারিং শব্দটি দেখা যাচ্ছে। তবে ১০ ঘণ্টা আগেও তিনি ফেসবুকে এ্যাক্টিভ ছিলেন।

কোনও ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত রিমেম্বারিং করে রাখে ফেসবুক।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জেসিয়া ইসলাম সুস্থ আছেন। এদিকে, ফেসবুকের এমন ভুলে চটেছেন তার ভক্তরা।

২০১৭ সালে মিস বাংলাদেশ হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি মডেল ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply