‘ট্রাম্পের অধীনে কাজ করা সম্ভব না’ বলে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

|

প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনের কাজ করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।  জন ফিলি বৃহস্পতিবার নিজের পদত্যাগের ঘোষণা দিলেও শুক্রবার মার্কিন গণমাধ্যমে তা প্রচারিত হয়।

পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, ডিসেম্বরেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে, সে সময় পদত্যাগপত্র গ্রহণ করেননি ট্রাম্প। চলতি বছর মার্চে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন তিনি।

পদত্যাগের বিষয়ে ফিলে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হয়ে কাজ করা তার পক্ষে আর সম্ভব নয়।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জুনিয়র কর্মকর্তা হিসেবে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের জন্য অরাজনৈতিকভাবে কাজ করার জন্য শপথ নিয়েছি। এমনকি আমি যদি কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তখনও আমাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রশিক্ষকরা আমাকে স্পষ্ট করেই বলেছিলেন, যদি কখনো আমার মনে হয় যে, দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি না, তাহলে আমি পদত্যাগে বাধ্য।’

এর আগে ট্রাম্প প্রশাসনের মানবাধিকার বিরোধী নীতির কারণে ডিসেম্বরে দায়িত্ব ছাড়েন কেনিয়ার মার্কিন রাষ্ট্রদূতও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply