ওমানে বসে এক প্রবাসী বাংলাদেশি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে ঢাকার মিরপুরে এক ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে তুলে। সম্পর্কের সূত্র ধরে ওই ছাত্রী তার ব্যক্তিগত ছবি ওমান প্রবাসীর কাছে পাঠায়। অতঃপর ওই আইডি থেকে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ওমান প্রবাসী।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দিলে পুলিশ ঘটনা তদন্ত করে তার পরিচয় শনাক্ত করে।
এদিকে বিভিন্ন ফেইক ফেসবুক আইডির মাধ্যমে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে ওই ওমান প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, অভিযোগ পাওয়ার পর কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্ত করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এরপর ওমান প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে অপরাধীর পাসপোর্টের কপি এবং ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডিও উদ্ধার করা হয়েছে। ওই আইডি থেকে তার আরও নানা অপকর্মের প্রমাণ পেয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বলেন, দ্রুতই অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হবে।
Leave a reply