দেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলায় পশ্চিমা কয়েকজন রাষ্ট্রদূতের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভিডিও বার্তায় তিনি বলেন, এটা স্পষ্টত কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের যদি কোন অভিযোগ থাকতো তাহলে আমাদের জানাতে পারতো। তারা তা না করে রাজনৈতিক মহড়ায় চলে গেছেন, পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন। তারা কি এ দেশে রাজনীতি করবেন। এদেশে নির্বাচন করবেন নাকি। আমি আশা করছি তারা তাদের প্রোটোকল মানবেন।
এরআগে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজেদের টুইটারে পোষ্ট করেন ঢাকায় ইউরোয়ীয় ইউনিয়নের মিশন প্রধান রেনসে তেরিংক ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনসহ সাত পশ্চিমা কুটনিতিক। সেখানে করোনা এই সঙ্কট কালে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার তাগিত দেন তারা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও কয়েকজনকে গ্রেফতারে উদ্বেগ জানান ঢাকার মার্কিন দূতাবাস।
Leave a reply