করোনা সংকটেই লিবিয়ায় রকেট হামলা: ১৫ জনের প্রাণহানি

|

ক্ষতিগ্রস্ত জাবিয়াত আল দাহমানি এলাকা

লিবিয়ার রাজধানী ত্রিপলির বেশ কিছু এলাকায় রকেট হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক।

শুক্রবার দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার জানায়, নিহতদের মধ্যে ১৩ জনই বেসামরিক নাগরিক। জানা গেছে, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুরক্ষিত জাবিয়াত আল দাহমানি এলাকাও। যেখানে অবস্থা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালিয়ান ও তুর্কি দূতাবাস।

হামলায় নিহত দুই পুলিশ সদস্য ওই এলাকাতেই দায়িত্বরত ছিলেন। হামলার জন্য বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনীকে দায়ী করেছে লিবীয় সরকার। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল লিবিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply