স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলায় পুলিশের কাছ থেকে ৩ আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুরের ভাটরা মোড়ে গ্রেফতারকৃত ৪ আসামীকে নিয়ে থানার দিকে আসার পথে এ ঘটনা ঘটে।
আসামিদের লোকজন পুলিশের উপর ইট-পাটকেল মেরে তাদেরকে ছিনিয়ে নেয়। পরে পুলিশ ১ জনকে তাদের কাছ থেকে ধরে রাখতে সক্ষম হয়। তাকে ধানায় নিয়ে আসা হয়েছে।
মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে জাফর মিয়া গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই অংশ হিসাবে গত বুধবার জাফর মিয়া গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা ও ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন।এ ঘটনায় হওয়া মামলার আসামী ধরতে গিয়েছিল একদল পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a reply