ছবিতে বিশ্ব ইজতেমা

|

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমা। প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে লাখো মুসল্লি অংশ নিচ্ছেন বিশাল এই জমায়েতে। দেশি-বিদেশি আলেমদের বয়ান শোনার পাশাপাশি জিকির ও অন্যান্য ইবাদতে মশগুল থাকছেন সারাদিন। তিন দিনের এই মহাযজ্ঞে কেমন সময় কাটছে লক্ষ লক্ষ মানুষে? নিচের ছবিগুলো থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে-

ইজতেমা ময়দান-মুখে মুসল্লিদের ঢল

বয়স্ক মুসল্লিরা নিজেরাই বহন করে নিয়ে যাচ্ছেন নিজেদের সরঞ্জাম

ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত ছড়িয়েছে জুমার জামাত

ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত ছড়িয়েছে জুমার জামাত

ইজতেমার মূল ময়দান ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত ছড়িয়েছে জুমার জামাত

জুমার জামাত চলছে। মহাসড়কে গাড়ি থামিয়ে রেখেছেন চালকরা

সকাল বেলা কনকন শীত

প্যান্ডেলের নিচে কুরআন তেলাওয়াতরত এক মুসল্লি

অজুর জন্য রয়েছে এমন বহু চৌবাচ্চা

অজুর জন্য মুসল্লিদের ভিড়

মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানেই রয়েছে গোসলের ব্যবস্থা

মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানেই রয়েছে গোসলের ব্যবস্থা

ইজতেমা ময়দান

ইজতেমা ময়দান

ইজতেমা ময়দান

রাতের বেলা চলছে খাবারের আয়োজন

অনেকে তিন দিন ধরে এখানে থাকছেন। ফলে স্বজনের সাথে যোগাযোগ রাখতে হয় মোবাইলে। এ জন্য নির্দিষ্ট জায়গায় রয়েছে মোবাইলে চার্জ দেয়ার ব্যবস্থা। চার্জের জন্য অবশ্য মূল্য পরিশোধ করতে হয়। মোবাইল অর্ধেক চার্জ দিলে ১০টাকা, আর ‌’ফুল চার্জ’ এর জন্য ২০ টাকা।

রাতের ইজতেমা ময়দান

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply