বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ৪২২ জন। এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮০ হাজার ৩৪ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। খবর আলজাজিরার।
এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ১৮৬ জন।
নিউইয়র্কের পরই সবচেয়ে বেশি ৯ হাজার ১১৮ জন নিউজার্সিতে, এর পর ম্যাসাচুসেটসে ৪ হাজার ৮৪০, মিশিগানে ৪ হাজার ৫২৬, পেনসিলভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৬৯১ জন মারা গেছেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ২ লাখ ৮০ হাজার ৪৩৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ১ হাজার ৬৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৪১ হাজার ৭৩৪জন।
পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছিল, তার ২১ শতাংশ মানুষ মারা গেছে। করোনায় আক্রান্তদের শতকরা ২ ভাগের অবস্থা আশঙ্কাজনক । আর এমন গুরুতর রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৮১ জন।
Leave a reply