কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড

|

কুষ্টিয়ায় সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)। সে দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে।

দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক এই ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ইসাহাক আলী জানান, সাগর ইসলাম নামের ভুয়া ওই চিকিৎসক প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যেতেন। আজকে তিনি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করছিলেন। এসময় হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তিনি চিকিৎসকের কোনো সনদপত্র দেখাতে পারেননি। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply