ভৈরবে মাইক্রোবাসে যাত্রী পরিবহন, ৭ মাইক্রোবাস মালিককে জরিমানা

|

ভৈরব প্রতিনিধি:

ভৈরবে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের অপরাধে ৭ মাইক্রোবাস মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ রোববার সকালে এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা তিন মাইক্রোবাস মালিককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা ও ভৈরব হাইওয়ে থানা পুলিশ চার মাইক্রোবাস মালিকের কাছ থেকে রেকার বিল বাবদ ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, গতকাল শনিবার মাইক্রোবাসের চালকরা যাত্রী পরিবহন করে ঢাকা যাওয়ার প্রস্ততিকালে এদেরকে আটক করে পুলিশ। ১০ টি মাইক্রো আটক করলেও একটি মাইক্রো করোনা রোগী বহন করায় তাকে ছেড়ে দেয়া হয়। আজ রোববার ৭ টিকে জরিমানা করে গাড়ী ছেড়ে দেয়া হয়েছে। অপর দুটি এখনও থানায় আটক রয়েছে। তারা গাড়ী নিতে আসলে জরিমানা করা হবে।

করোনার সময়ে মহাসড়কে সকল যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। কিন্ত তারা সরকারি আদেশ অমান্য করে যাত্রী বহন করার অপরাধে তাদেরকে এই জরিমানা করা হয় বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply