হিজাব পরিধান করায় হামলার শিকার হয়েছেন ১১ বছর বয়সী স্কুল ছাত্রী খাওলাহ নোমান। শুক্রবার কানাডার টরেন্টোতে এ ঘটনাটি ঘটে।
টরেন্টো পুলিশের একজন মুখপাত্র জানান, স্কুলে যাওয়ার পথে দশ মিনিটের ব্যবধানে দু’বার কাঁচি দিয়ে ওই ছাত্রীর হিজাব কেটে দেয় একজন দূর্বৃত্ত। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খাওলাহ নোমান বলেন, “আমি হতভম্ব, ভীত ও আতংকিত হয়ে পড়ি।”
তিনি আরও বলেন, “আমি চিৎকার করি। লোকটি পালিয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে ভীড়ের মধ্যে দিয়ে যেতে থাকি। লোকটি আবারও আসে। আবারও আমার হিজাব কাটতে শুরু করে।”
টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড বলেছে, তারা এ ঘটনায় ‘বাকহারা।’ টরেন্টোর সরকার প্রধান ক্যাথলিন উইনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে অভিহিত করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, কানাডায় চরম ডানপন্থী কর্মকাণ্ড বাড়ছে, এবং এর প্রধান লক্ষ্য মুসলমানরা।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply