মোনেম মুন্নার দুই জার্সি পাঁচ লাখ টাকায় বিক্রি

|

করোনাভাইরাসের শিকার অসহায় মানুষকে সহায়তার জন্য প্রয়াত কিং ব্যাক মোনেম মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী দলের জার্সি নিলামে তোলা হয়। শনিবার রাত ১১টায় শুরু হওয়া নিলামে জার্সি বিক্রি হয় তিন লাখ টাকায়। নিলামের লাইভে মুন্নার এক ভক্ত তার স্ত্রী সুরভী মোনেমের কাছে চেয়ে বসেন আবাহনীতে খেলা মুন্নার আরেকটি জার্সি (দুই নম্বর লেখা জার্সি)। সেটি বিক্রি হয় দুই লাখ ১০ হাজার টাকায়। সব মিলিয়ে করোনায় দুর্গতদের সহায়তায় নিলামে তোলা জাতীয় দলের সাবেক ফুটবলার প্রয়াত মুন্নার দুটি জার্সি বিক্রি হয়েছে পাঁচ লাখ ১০ হাজার টাকায়। একই সময়ে ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুর ঐতিহাসিক জার্সি নিলামে বিক্রি হয় পাঁচ লাখ ৫৫ হাজার টাকায়। নিলাম পরিচালনা করে ‘অকশন ফর অ্যাকশন’ অনলাইন প্রতিষ্ঠান।

নিলামে সরাসরি অংশ নেন মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম, রেফারি তৈয়ব হাসান বাবু। লাইভ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক ফুটবলার কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু। নিলামে পাওয়া টাকা নারায়ণগঞ্জের বন্দরে মুন্না স্মৃতি সংসদের মাধ্যমে করোনাদুর্গতের সাহায্যে ব্যয় করা হবে বলে জানান সুরভী মোনেম। দুটি জার্সি বিক্রি হওয়ায় খুশি মুন্নার স্ত্রী সুরভী, ‘আমার উদ্দেশ্য গরিব মানুষকে সাহায্য করা। যে দামে বিক্রি হয়েছে তাতে আমি খুশি।’ তবে মুন্নার জার্সির দাম আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন ভক্তরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply